ক্ষমতা কাঠামো পরিবর্তনে সাংসদদের ভূমিকা চান স্পিকার

বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়নের জন্য ক্ষমতা কাঠামো পরিবর্তনে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা চেয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 08:05 AM
Updated : 16 July 2019, 08:05 AM

তিনি বলেছেন, “ক্ষমতা-কাঠামো  পরিবর্তন  করতে  হবে। এজন্য প্রয়োজন সংসদ  সদস্যগণের সক্রিয় ভূমিকা, আর এখনই সেটা বাস্তবায়নের উপযুক্ত সময়।”

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ  সদরদপ্তরে ‘টেকসই  বিশ্বের  জন্য  লিঙ্গসমতা  ও  নারী  নেতৃত্ব’  শিরোনামে অনুষ্ঠিত  লিঙ্গসমতা  বিষয়ক  বৈশ্বিক  নেতাদের  অনানুষ্ঠানিক  সভায়  ‘টেকসই  উন্নয়নের  জন্য  লিঙ্গসমতা  ও  একীভূত  সমাজ’ শীর্ষক  প্যানেল  আলোচনায় অংশ একথা  বলেন তিনি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া  ফার্নান্দে এসপিনোসা গার্সেজ ওই সভায় সভাপতিত্ব করেন।

শিরীন শারমিন বলেন, “বৈশ্বিকভাবে  লিঙ্গসমতা  আনয়নের  জন্য  ‘প্লানেট  ৫০-৫০’  অর্জনে নারীর  ক্ষমতায়নের  পূর্ণ  বাস্তবায়ন অপরিহার্য।”

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন স্পিকার।

তিনি আরও বলেন, “নারীরা এগিয়ে যাচ্ছে। প্রথাগত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আর তাহলেই লিঙ্গসমতা অর্জন সম্ভব।”

পরে স্পিকার জাতিসংঘ সদর দপ্তরে এইচএলপিএফ’র পার্লামেন্টারি ফোরাম আয়োজিত ‘গ্রোয়িং ইনইকুয়ালিটিস অ্যন্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট: ব্রেকিং দ্য সাইকেল’ শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দেন।

ইন্টার পার্লামেন্টারি  ইউনিয়নের (আইপিইউ) সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন এ সভায় বক্তব্য রাখেন।