রোহিঙ্গা শিবিরে ডুবে দুই ভাইর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু ঘটেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 06:49 PM
Updated : 11 July 2019, 06:49 PM

বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

নিহতরা হল বালুখালী হাকিম পাড়া ক্যাম্প-১৪ এর ১৬ নম্বর ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও আনোয়ার ফয়সাল (৬)।

ওসি খায়ের বলেন, বিকালে বালুখালী হাকিম পাড়া ক্যাম্পের এই দুই ভাই অন্য শিশুদের সঙ্গে খেলতে ঘর থেকে বেরিয়েছিল। সন্ধ্যা পর্যন্তও তারা ঘরে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে।

“দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে বালুখালী হাকিম পাড়া ১৪ নম্বর ক্যাম্প এলাকার খালে পাহাড়ি ঢলের পানিতে ২ সহোদরকে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খায়ের।

ওসি বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় উখিয়াসহ কক্সবাজারে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ক্যাম্পের পাহাড়ি ছড়া এবং খালগুলোতে ঢলের পানিতে প্লাবনের মতো অবস্থার সৃষ্টি হয়েছে।

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখ রোহিঙ্গার অধিকাংশই কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রয়েছে।

পাহাড় কেটে তারা আবাস গড়ায় বর্ষায় সেখানে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।