পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

পরিবার পরিকল্পনা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নতুন মহাপরিচালক এবং সরকারি যানবাহন অধিদপ্তরে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 11:53 AM
Updated : 11 July 2019, 11:53 AM

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার পৃথক আদেশে এসব পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার পাশাপাশি আরও কয়েকজন অতিরিক্ত সচিবের দপ্তর বদলে দিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলামকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা কাজী মোস্তফা সারোয়ার আগামী ১৭ জুলাই অবসরোত্তর ছুটিতে যাবেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন পেয়েছেন।

এ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা তন্দ্রা শিকদারকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে দেওয়া হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনারের দায়িত্ব।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিএ সেলের মহাপরিচালক এবং অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফাতিমা ইয়াসমিনকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মো. আমজাদ হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামানকে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবিরকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।