মাহবুব তালুকদারের অভিযোগে রিজেন্টের ৪ কর্মী বরখাস্ত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে বসানোর ঘটনায় চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রিজেন্ট এয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2019, 04:25 PM
Updated : 9 July 2019, 04:27 PM

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত করা হতে পারে বলেও জানিয়েছেন রিজেন্ট এয়ারের চিফ অপারেটিং অফিসার (সিওও) আশীষ রায় চৌধুরী।

গত ২৭ জুন ঢাকা থেকে সস্ত্রীক চট্টগ্রাম যেতে রিজেন্টের ফ্লাইটে বিজনেস ক্লাসের টিকেট কেটেছিলেন মাহবুব তালুকদার। কিন্তু তাদের ইকোনমি ক্লাসে বসতে দেওয়া হয়েছিল।  তাদের সিটে বসে গিয়েছিলেন পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও তার স্ত্রী।

এই ঘটনার জন্য নিজেদের ভুল স্বীকার করেছে রিজেন্ট।

আশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইজিপি বিমানে উঠার পর আমাদের কিছু নবীন কর্মী অতি উৎসাহী হয়ে উনাকে বিজনেস সিটে বসিয়েছিল। এই ঘটনায় প্রাথমিকভাবে দুই জন কেবিন ক্রু ও দুজন গ্রাউন্ড স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে।”

ফাইল ছবি

এই ঘটনা সাংবিধানিক সংস্থা ইসিকে হেয় করার শামিল উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য সিইসিকে চিঠি দেন মাহবুব তালুকদার।

তার পরিপ্রেক্ষিতে ইসি সচিবালয় পদক্ষেপ নেওয়ার পর মাহবুব তালুকদারের কাছে ক্ষমা চাইতেও উদ্যোগী হয়েছে রিজেন্ট এয়ার।

ক্ষমা চাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে রিজেন্টের একজন কর্মকর্তা যোগাযোগের চেষ্টা করছেন বলে জানান আশীষ চৌধুরী।