সীতাকুণ্ডে ২৩১ মিলিমিটার বৃষ্টি

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তায় আষাঢ়ের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 02:14 PM
Updated : 8 July 2019, 02:18 PM

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৩১ মিলিমিটার।

এই সময়ে রাঙ্গামাটিতে ২০৭, চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার, সন্দ্বীপে ১৬৭ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীতে ১১৮ মিলিমিটার, হাতিয়ায় ১৭৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৮ মিলিমিটার।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ (৮৯ মিলিমিটার এর উপরে) বৃষ্টি হতে পারে।

এসময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পাহাড় ধসের শঙ্কার কথাও বলেন তিনি।

ভারি বর্ষণে রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড় ধসে দুজনের মৃত্যু ঘটেছে; বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রামে পাহাড় ধস রোধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।

এই আবহাওয়ায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত বহাল রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।