বুড়িগঙ্গা পাড়ের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 01:58 PM
Updated : 3 July 2019, 01:58 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলমান অভিযানের চতুর্থ পর্বের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিন ঢাকার কেরাণীগঞ্জ থানার মান্দাইল গোকুলচর থেকে বাবুবাজার ব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় তিনটি তিনতলা ভবন, আটটি দোতলা, ২৩টি একতলা, ৬৫টি আধাপাকা, ১৪টি দেয়াল ও ৩৮টি ঘর উচ্ছেদ করা হয়।

এসব উচ্ছেদে দেড় একর জায়গা অবমুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত কামরাঙ্গীরচর এলাকার হুজুরপাড়া থেকে বাবুবাজার ব্রীজ অভিমুখে উচ্ছেদ অভিযান চলবে।

মঙ্গলবার বুড়িগঙ্গার তীরে ১৯৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।