সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের মানবাধিকার রক্ষায় দৃষ্টি রাখার তাগিদ রাষ্ট্রপতির

সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধ্বী ব্যক্তিদের অধিকারের সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে বিশেষ দৃষ্টি রাখতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 04:09 PM
Updated : 26 June 2019, 04:49 PM

বুধবার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন দিতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রায় সব লক্ষ্যই যে মানবাধিকার সম্পর্কিত, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি তা মনে করিয়ে দেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই মানবাধিকার নিশ্চিত করতে হবে।”

সাক্ষাতের সময় কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। সেইসঙ্গে কমিশনের স্থায়ী কার্যালয় নির্মাণসহ সার্বিক বিষয়ে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা চান।