তথ্য কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি

তৃণমূলের মানুষ যাতে তাদের চাহিদা অনুযায়ী তথ্য পায়, সেই লক্ষ্যে তথ্য কমিশনকে আরও সক্রিয় হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 03:31 PM
Updated : 26 June 2019, 03:31 PM

বুধবার প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন দিতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি তাদের এ কথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বলেছেন, তথ্য পাওয়া সব শ্রেণির মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। তৃণমূলের মানুষ যাতে তাদের চাহিদা অনুযায়ী তথ্য পায় সেজন্য কমিশনকে আরও সক্রিয় হতে হবে।”

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি এ সময় কমিশনের সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একইসঙ্গে সাধারণ জনগণের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনা বাড়াতে তৃণমূল পর্যায়ে প্রচারণা চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান তথ্য কমিশনার এ সময় কমিশনের সার্বিক কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা চান।

তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, সুরাইয়া বেগম এবং কমিশনে সচিব মো. তৌফিকুল আলমসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।