১০ জেলায় জাতীয় মহাসড়ক নেই

বাংলাদেশের দশটি জেলায় কোনো জাতীয় মহাসড়ক নেই।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 03:12 PM
Updated : 26 June 2019, 03:12 PM

জেলাগুলো হল- শরীয়তপুর, নেত্রকোণা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা ও পিরোজপুর।

বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উত্তর থেকে এ তথ্য জানা গেছে।

সরকারি দলের শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিপ্তরের আওতাধীন মোট সড়কের পরিমাণ ২১ হাজার ৫৯৫ দশমিক ৪৯ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার ৯০৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক ৪ হাজার ৪৮২ দশমিক ৫৪ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৩ হাজার ২০৬ দশমিক ৯২৩ কিলোমিটার।

সব থেকে বেশি জাতীয় মহাসড়ক রয়েছে চট্টগ্রাম জেলায় ২২০ দশমিক ৪৮ কিলোমিটার।

নাটোর-২ আসনের শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক ধীর গতির যান চলাচলে উভয় দিকে সার্ভিস লেনের ব্যবস্থা রেখে ৪ লেনে উন্নীত করণের উদ্যোগ নেওয়া হয়েছে।