রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন ‘গঠনমূলক ভূমিকায়’ থাকবে: রাষ্ট্রদূত

রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2019, 03:06 PM
Updated : 25 June 2019, 03:06 PM

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সামনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার দেড় বছর আগে চুক্তি করলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও রাখাইনে ফিরে যায়নি।   

এই পরিস্থিতিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সঙ্কটে মিয়ানমারকেই সমর্থন দিয়ে গেছে চীন।  

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের অবশ্যই তাদের স্বভূমিতে ফিরে যেতে হবে।

ইহসানুল করিম বলেন, “নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে চীনের পারস্যু করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।”

আসছে জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, “দুই দেশের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।”

রাষ্ট্রদূত বলেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঢাকা সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে বাংলাদেশ যে বই প্রকাশ করতে যাচ্ছে, তা চীনা ভাষায় অনুবাদের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।