২২৮ ইউপিতে ইভিএমে ভোট ২৫ জুলাই

আসন্ন ইউনিয়ন পরিষদ  সাধারণ ও উপনির্বাচনে সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 03:36 PM
Updated : 17 June 2019, 03:36 PM

সোমবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী ২৫ জুলাই ২২৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জুন। মনোনয়নপত্র বাছাই ২ জুলাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। 

ইসি সচিব বলেন,  “আগামী ২৫ জুলাই নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা ও ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটে ইভিএম ব্যবহার করা হবে।”

এছাড়াও ২২২টি উপ-নির্বাচনে ইভিএমেই ভোট হবে।

যে ৬টি ইউপিতে সাধারণ নির্বাচন হবে সেগুলো হলো - ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি, চাঁদপুরের ফরিদগঞ্জের ফরিদগঞ্জ দক্ষিণ, রাজশাহী পুঠিয়ার পুঠিয়া, জিউপাড়া, রাজবাড়ি গোয়ালন্দের দৌলতদিয়া এবং দেবগ্রাম।