বাংলাদেশ ইকোসকের সদস্য হওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 10:54 AM
Updated : 17 June 2019, 10:54 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এই অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

গত ১৪ জুন ওই নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অনুষ্ঠিত ২০২০-২০২২ মেয়াদের জন্য ইকোসকের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নেন্দা এপ্সিনোসা গার্সেজের সভাপতিত্বে জাতিসংঘের সাধারণ পরিষদে গোপন ভোটে ওই নির্বাচন হয়।

৫৪ সদস্যের পরিষদে এ অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন সদস্য নির্বাচিত হয়েছে।

মমতাজ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী, লেখক কলামিস্ট, চলচ্চিত্র ব্যক্তিত্ব, ভাষা সংগ্রামী, শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।”