ঢাকায় মেয়েকে ‘ঘুমের ওষুধ খাইয়ে হত্যা’, মায়ের আত্মহত্যার চেষ্টা

রাজধানীর মানিকনগরে এক গৃহবধূর বিরুদ্ধে তার সাড়ে তিন বছরের মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 07:14 AM
Updated : 17 June 2019, 07:31 AM

রোববার রাতে ওই ঘটনায় সন্তানের সঙ্গে ওই নারীও (৩২) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, কাপ আইসক্রিমের সঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়ানোর পরে মেয়েটি অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তাকে কোলে করে ঘর থেকে বের হন ওই নারী।

সে সময় ওই নারী সন্দেহজনক আচরণ করতে থাকেন। মা-মেয়ের মুখে ফেনা দেখে আশপাশের বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীকে পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ময়না তদন্তের জন্য শিশুটির লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী স্বীকার করেছেন, তিনি তার সন্তানকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে নিজেও খেয়েছেন।”

“তিনি কেন এই কাজ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।”

ওই নারীর স্বামী এক মাস আগে মারা গেছেন জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় শিশুটির চাচা মামলা করবেন।