রাজধানীর ৩৩৯৪ বস্তিতে বাসিন্দা সাড়ে ৬ লাখ

ঢাকা মহানগরে প্রায় সাড়ে তিন হাজার বস্তিতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের বসবাস বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 12:39 PM
Updated : 16 June 2019, 12:45 PM

রোববারের সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের লিখিত প্রশ্নে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ ২০১৪’ অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট বস্তির সংখ্যা ১,৬৩৯টি; খানা ১,৩৫,৩৪০টি এবং মোট জনসংখ্যা ৪,৯৯,০১৯ জন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের মোট বস্তির সংখ্যা ১,৭৫৫টি, বস্তির খানার সংখ্যা ৪০,৫৯১টি এবং জনসংখ্যা ১,৪৭,০৫৬ জন।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আদাবর থানা এলাকায় ৪৭২, বাড্ডায় ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাসানটেকে ৮, গুলশানে ৮, কাফরুলে ১০৩, খিলক্ষেতে ৭১, মিরপুরে ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহ আলীতে ১৫, শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে

অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে ১৯, চকবাজারে ১৫০, ধানমন্ডিতে ১৭, গেন্ডারিয়ায় ৪৯, হাজারীবাগে ২৪৩, কলাবাগানে ৫, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁওয়ে ৪২৬, কতোয়ালীতে ৫, লালবাগে ২৭৮, মতিঝিলে ৪, নিউ মার্কেটে  ৫, রমনায় ৮, শাহজাহানপুরে ৭৯, শাহবাগে ৭, সূত্রাপুরে ৫ ও ওয়ারীতে ২৬টি বস্তি রয়েছে।

২০১৪ সালের ২৫ এপ্রিল থেকে ২ মে এক সপ্তাহ ধরে বস্তিতে শুমারি পরিচালনা করে বিবিএস।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০ লাখ ৬২ হাজার ২৮৪ জন লোক বস্তিতে বাস করেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম, এ বিভাগে বস্তিবাসীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৯১৬ জন।

এছাড়া খুলনায় এক লাখ ৭২ হাজার ২১৯ জন, রাজশাহীতে এক লাখ ২০ হাজার ৩৬ জন, রংপুরে এক লাখ ১৮ হাজার ৬২৮ জন, সিলেট বিভাগে ৯১ হাজার ৬৩০ জন এবং বরিশাল বিভাগে ৪৯ হাজার ৪০১ জন বস্তিতে বাস করেন।

মন্ত্রী মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে প্রকল্প চলমান রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বস্তিগুলোতে বসবাসরত হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে ইউএনডিপি ও ইউকেএআইডির আর্থিক সহায়তায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্প শুরু হয়েছে।

সব জেলায় হবে বিকেএসপির শাখা: প্রতিমন্ত্রী

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানান, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের প্রতিটি জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শাখা প্রতিষ্ঠা করার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি জানান, বর্তমানে ঢাকা জেলার সাভার উপজেলায় বিকেএসপির প্রধান কার্যালয়সহ খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রংপুর বিভাগের বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দিনাজপুর জেলা সদরের প্রতিষ্ঠা করা হয়েছে।

রাজশাহী বিভাগে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও কক্সবাজার জেলার রামুতে বিকেএসপির একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।