নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দিদার-উল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক মো. দিদার-উল আলমকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 02:15 PM
Updated : 12 June 2019, 02:20 PM

এই অধ্যাপককে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির ‍উপাচার্য নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপাচার্য হিসেবে অধ্যাপক দিদারের মেয়াদ চার বছর হলেও রাষ্ট্রপতি প্রয়োজন মনে কলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।