ঢাকায় দুই বাসের মধ্যে অটোরিকশা, চালক নিহত

রাজধানীতে ফাঁকা রাস্তায় পাল্লা দিয়ে চলা দুই বাসের মধ্যে চাপা পড়ে মারা গেছেন একজন অটোরিকশা চালক।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 09:10 AM
Updated : 12 June 2019, 09:16 AM

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার ভোর ৫টার দিকে বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তোফাজ্জল হোসেন মীর (৫৫)।

একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তোফাজ্জল তার সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে মাঝখানে পড়েছিলেন বলে কামাল মীর নামে তার এক স্বজন জানিয়েছেন।

দুর্ঘটনার পর তোফাজ্জলকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম বলেন, “ঘটনার সময় রাস্তায় লোক ও যানবাহন চলাচল কম ছিল। ফলে বাসগুলো দ্রুত পালিয়ে যায়। তবে একটি বাস ব্রাদার্স পরিবহনের বলে জানা গেছে।”

বাস দু’টির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।