যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ইফতার করাল ঢাকার শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 05:31 PM
Updated : 26 May 2019, 05:31 PM

শনিবার ওই হাসপাতালে এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ইউনুস আলী সরকার।

তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা ব্যক্তিস্বার্থে যুদ্ধে অংশ নেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতত্বে তারা জীবন দিয়ে লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে এনেছেন। এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাদের সহযোগিতাও দরকার।  তাদের সাথে নিয়েই উন্নয়নের পথে আমাদের এগিয়ে যেতে হবে।

“দেশে এখন উন্নয়নের জোয়ার চলছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর বিক্রম গোলাম মোস্তফা, ডাকসুর সদস্য রকিবুল ইসলাম।

২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক এবং প্রকল্প পরিচালক ডা. মো. আবু রায়হানের সভাপত্বিতে এই অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা হিসাবে পাঞ্জাবি উপহার দেওয়া হয়।