গুলশানের পানসী-ঘরোয়ায়ও পচা-বাসি খাবার

খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে গুলশানের তিন রেস্তোরাঁকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 02:59 PM
Updated : 26 May 2019, 02:59 PM

এর মধ্যে ঢাকার অভিজাত এই এলাকার জনপ্রিয় দুই খাবারের দোকান পানসী ও ঘরোয়াও রয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে রোববার দুপুরে এই অভিযান চালানো হয়।

পানসী হোটেলকে ৩০ হাজার টাকা এবং হযরত শাহচন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অনুমোদিতভাবে দই প্রস্তুত করার জন্য গুলশানের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে তামাক জাতীয় বিজ্ঞাপন রাখার জন্য গুলশানের আড়ৎ সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।