মোবাইলে কথা বলায় ২৮ চালকের বিরুদ্ধে মামলা

গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলায় ২৮ জন চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে ঢাকার ট্রাফিক পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 05:48 PM
Updated : 23 May 2019, 05:48 PM

পাশাপাশি ট্রাফিক আইন লংঘনের দায়ে বিভিন্ন গাড়ির চালক ও মালিকপক্ষের কাছ থেকে ৩৬ লাখ ১২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযানে বিভিন্ন অভিযোগে আট হাজার ১৫টি মামলাও দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব মামলার মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য চারটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৮০৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩১৬৩টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া ১১১টি মোটর সাইকেল আটক করা হয় বলে জানান তিনি।

মোবাইলে কথা বলায় চালকের বিরুদ্ধে মামলার শাস্তি সম্পর্কে জানতে চাইলে ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪০ ধারার এই মামলায় ঢাকার মধ্যে শাস্তি হিসেবে ৪০০টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে ঢাকার বাইরে অর্থদণ্ডের পাশাপাশি আরও কিছু শাস্তি দেওয়া হয়।