বাসি ইফতার: ধানমণ্ডির তিন রেস্তোরাঁকে জরিমানা

পচা-বাসি ইফতার রাখায় রাজধানীর ধানমণ্ডির তিনটি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 02:04 PM
Updated : 23 May 2019, 02:04 PM

বৃহস্পতিবারের এই অভিযানে আরও কয়েকটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর ইফতারি ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা রহমান জানান, ধানমন্ডি এলাকার ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট ও বিয়ে বাড়ি রেস্তোরাঁয় বিপুল পরিমাণ বাসি ইফতার বিক্রির উদ্দেশে কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজের‌একই চেম্বারে খোলা অবস্থায় রাখা হয়।

এই অপরাধে প্রতিটি রেস্তোরাঁর মালিককে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই তিনটি রেস্টুরেন্টকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোজা শুরুর পর ভেজাল খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিন ধানমণ্ডি এলাকারই লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।