ভেজাল-দূষণ প্রতিরোধে জাসদের মানবন্ধন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খাদ্য ও ওষুধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সব্জিতে কেমিকেল মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতোই শূন্য সহিষ্ণুতা নিয়ে দমন করতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 01:24 PM
Updated : 23 May 2019, 01:24 PM

বৃহস্পতিবার সকালে জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে একথা বলেন তিনি।

যারা নিত্যপণ্যের বাজার নিয়ে খেলাধুলা-কারসাজি করে তাদের দমন করতে চলমান অভিযান সারাবছর চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি।

বৃহস্পতিবার দেশব্যাপী ভেজাল-দূষণ প্রতিরোধ দিবস করে জাসদ। এর অংশ হিসেবে ঢাকা মহানগরে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মানববন্ধনে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার,  ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতান হ্যাপী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমূখ বক্তব্য রাখেন।