ঈদযাত্রায় টঙ্গী-গাজীপুরের সড়ক নিয়ে ‘উদ্বিগ্ন’ কাদের

আসন্ন রোজার ঈদে উত্তরাঞ্চলের পথে যাত্রায় টঙ্গী-গাজীপুরে সড়ক সমস্যার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 10:40 AM
Updated : 23 May 2019, 10:40 AM

রাজধানী থকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের, মানিকগঞ্জ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের বেশিরভাগ যানবাহন এই পথেই বের হয়।

ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর‌্যন্ত রোড ট্রানজিটের কাজ চলায় ঈদযাত্রায় কিছুটা দুর্ভোগ হতে পারে চিন্তিত কাদের।

বুধবার দুপুরে সড়ক ভবনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সভায় তিনি বলেন, “রোড ট্রানজিটের কাজ চলমান থাকার কারণে কিছুটা সমস্যা হতে পারে। আমি উদ্বিগ্ন এবং আমার আশঙ্কা হল টঙ্গি গাজীপুর রাস্তা নিয়ে।

“এছাড়া সারাদেশের আর কোথাও কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি গাজীপুরের মেয়র, পুলিশ ও বিআরটিএ সেটা সমাধান করবে।”

সভায় মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী তিনটি বাস টার্মিনালে থেকে যাত্রা নির্বিঘ্ন করতে আলাদা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানা, ট্রাফিক ইন্সপেক্টর, পুলিশের পেট্রোল ইন্সপেক্টর, বাস টার্মিনালের মালিক সমিতির সভাপতি সাধারণ-সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে রেখে এসব কমিটি গঠন করা হয়েছে।