অনিয়মে স্থগিত উপজেলাগুলোর ভোটও ১৮ জুন

শেষ ধাপের উপজেলা নির্বাচনে আগের বিভিন্ন ধাপে অনিয়ম ও অন্যান্য কারণে স্থগিত ছয় উপজেলার ভোট হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 04:05 PM
Updated : 22 May 2019, 04:05 PM

আগামী ১৮ জুনই নেত্রকোণার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, পিরোজপুরের মঠবাড়িয়া ও ফেনীর ছাগলনাইয়ার ভোটের দিন ঠিক করে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি বুধবারই পাঠানো হয়েছে।এর আগে রাজশাহীর পবা উপজেলার স্থগিত নির্বাচনও ওই দিন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ১৮ জুন ১৬টি উপজেলার ভোটগ্রহণের কথা রয়েছে।

এর আগে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় ভোট হয়।

কুতুবদিয়া উপজেলার ভোট ১৩ জুন

শেষ ধাপের উপজেলা নির্বাচনের আগে ১৩ জুন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ভোট হবে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে ভোট দেবেন এখানকার ভোটাররা। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান ইসির উপ সচিব আতিয়ার রহমান।