নূর হোসেনের স্ত্রীর সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ: দুদক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 04:53 PM
Updated : 21 May 2019, 04:58 PM

মঙ্গলবার কমিশন থেকে এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

‘শিগগিরই’ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে রোমা হোসেনের নামে পাঁচ কোটি ৪৩ লাখ ২২ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য উঠে এসেছে। এছাড়া তিনি দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন সেখানে চার কোটি দুই লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছিল।”

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন, এখন তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দিচ্ছে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রোমা হোসেনের বিরুদ্ধে ২০১৬ সালের ১ অগাস্ট রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে মামলা করেন।

এরপর কমিশনের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ এ মামলা তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, রোমা হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তার দুই কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকার সম্পদ আছে বলে উল্লেখ করেন। কিন্তু তার সম্পদ যাচাই করে দেখা যায়, তার মোট সম্পদের পরিমাণ ছয় কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা।

“এর মধ্যে তিনি বৈধ উৎস থেকে ৮৭ লাখ ৩১ হাজার ৮৮৯ টাকার সম্পদ আয় করলেও বাকি সম্পদ অবৈধভাবে অর্জন করেন।”