ভেজালবিরোধী অভিযানে আল রাজ্জাককে জরিমানা

রোজায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা গুণতে হল পুরান ঢাকার নামি খাবারের দোকান আল রাজ্জাক রেস্তোরাঁকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 04:29 PM
Updated : 21 May 2019, 04:29 PM

পুরান ঢাকার বংশালের এই রেস্তোরাঁয় পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার নির্বাহী হাকিম মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বংশাল এলাকায় অভিযান চালায়।

আল মামুন বলেন, অভিযানে আল রাজ্জাকের রেফ্রিজেরেটরে পুরনো খাবার রাখা ছিল।

“রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। যে ঘরে মালামাল রাখা হত, সে কক্ষটি বেশ নোংরা ছিল।”

এসব কারণে আল রাজ্জাককে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান আল মামুন।
একই কারণে নবাবপুর রোডের 'ডিসেন্ট পেস্ট্রি শপ’কেও ১ লাখ টাকা জরিমানা করে পুলিশের এই ভ্রাম্যমাণ আদালত।