পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী ও সক্রিয় হওয়ার জন্য বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 03:53 PM
Updated : 21 May 2019, 03:53 PM

এ ছাড়া সেইন্ট মার্টিন দ্বীপ ঘিরে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে বলেছে কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম এলাকার নিরাপত্তা ব্যবস্থা, সেন্টমার্টিন দ্বীপে বিজিবি মোতায়েন এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়।

সেইন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ও সেখানে বিজিবি মোতায়েন নিয়ে বৈঠকে একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, “সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। মিয়ানমার বিভিন্ন সময় তাদের মানচিত্রে সেইন্ট মার্টিনকে তাদের বলে দাবি করছে। এটা মাথায় রেখে সংসদীয় কমিটি মনে করে সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা দরকার। এ ছাড়া পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।”

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।