ভূমধ্য সাগরে নৌকাডুবি: দেশে ফিরলেন ১৫ জন

অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 08:33 AM
Updated : 21 May 2019, 08:33 AM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ১৫ জন দেশে পৌঁছান।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিমানবন্দরেই তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা জানান।

সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়।

ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির একটি তালিকা সরকারের পক্ষ প্রকাশ করা হয়েছে। তাদের লাশ উদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে এসেছে অনেকটাই।

জীবন বদলের আশা নিয়ে দালালদের আট থেকে দশ লাখ টাকা দিয়ে লিবিয়া হয়ে ইউরোপের পথে যাত্রা করেছিলেন এই বাংলাদেশিরা।

যে পাচারকারী চক্র এ ঘটনায় জড়িত, তার তিন সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব। নৌকা ডুবে নিহত একজনের পরিবারের পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

আরও খবর-