মিরপুরের প্রিন্স রেস্তোরাঁয় পচা-বাসি খাবার

রাজধানীর মিরপুরের প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সময় হাতেনাতে ধরে তিন লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 05:10 PM
Updated : 19 May 2019, 05:10 PM

মিরপুর-১ নম্বরে মাজার রোডের এই রেস্তোরাঁয় খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি খাবার পাওয়ার কথাও জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।   

রোববার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও পুলিশের ক্রাইম বিভাগের সমন্বয়ে মিরপুর এলাকায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ঢাকার মিরপুরে রোববার প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টি হাতেনাতে ধরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ছবি: আসিফ মাহমুদ অভি

প্রিন্স রেস্তোরাঁ ছাড়াও বিভিন্ন অনিয়মের অভিযোগে মিরপুর-২ নম্বর এলাকার মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা এবং পূর্ণিমা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।