বাংলাদেশকে উঁচু করতে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গি, মাদক ‍ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 03:47 PM
Updated : 19 May 2019, 03:47 PM

রোববার গণভবনে আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে ইফতার করেন তিনি।

ইফতারে প্রধানমন্ত্রীর সহপাঠি, আত্মীয়-স্বজনসহ ২১শে অগাস্টের গ্রেনেড হামলায় আহত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা অংশ নেন। 

ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ যেন জঙ্গি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমূক্ত দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পায়। এবং উন্নত-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমরা চাই।

“বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়া এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া, সেটা যেন আমরা নিয়ে যেতে পারি।”

ইফতারের আগে অনুষ্ঠানস্থলে এসে শেখ হাসিনা আমন্ত্রিত অতিথিদেরকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত সবাই, জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযাদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।