সাবেক এমপি আউয়ালকে দুদকে তলব

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 11:30 AM
Updated : 19 May 2019, 12:46 PM

রোববার দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদের সই করা এক নোটিসে আগামী ২৩ মে সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে পিরোজপুর-১ আসনের সাবেক এই সাংসদকে উপস্থিত হতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, আউয়াল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে একটি অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তাকে তলব করা হয়েছে।

নোটিসে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য, অবৈধভাবে সেতু-ফেরিঘাট ইজারা দেওয়াসহ টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

এ কে এম আউয়াল ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দুইবার পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।