ঘরে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দগ্ধ

ঢাকার আগারগাঁওয়ে ঘরে অগ্নিদগ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক দম্পতিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 12:19 PM
Updated : 16 May 2019, 05:24 PM

টেলিভিশন বিস্ফোরণ তাদের অগ্নিদগ্ধের কারণ বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন, গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ১৪৭/১ পশ্চিম আগারগাঁওয়ের বাসার নিচতলার ঘরে অগ্নিদগ্ধ হন ওই দম্পতি। তারা হলেন মুক্তার হোসেন (৪০) ও তার স্ত্রী সালমা বেগম (৩০)।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিভিশন বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু স্থানীয়রা আগেই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।”

শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার বিগ্রেড কর্তৃপক্ষ শর্ট সার্কিট থেকে টেলিভিশন বিস্ফোরণে এই দগ্ধের ঘটনা ঘটেছে বলে মৌখিকভাবে জানিয়েছে।

“অন্যদিকে দগ্ধ সালমা বেগম জানিয়েছেন, রান্নাঘরে চুলায় ম্যাচের কাঠি জ্বালানোর সাথে সাথে বিস্ফোরণ ঘটে।”

দুজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অলমোস্ট শতভাগ দগ্ধ তাদের শরীর। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।”

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, মুক্তার ও তার স্ত্রী সালমা দুজনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।