ইসির নিবন্ধন পেল বাংলাদেশ কংগ্রেস

একাদশ সংসদ নির্বাচনের আগে বাছাইয়ে ঝরে পড়া দল বাংলাদেশ কংগ্রেস এবার নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 11:34 AM
Updated : 12 May 2019, 11:34 AM

ফলে এখন ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে দলটি।

বাংলাদেশ জাসদ, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সক্রিয় রাজনৈতিক দল উপেক্ষিত হলেও কংগ্রেসকে নিবন্ধন দেওয়ার বিষয়ে আদালতের আদেশকে কারণ দেখিয়েছে ইসি।

ইসির উপ সচিব আব্দুল হালিম খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ কংগ্রেস নামের দলটিকে ‘ডাব’ প্রতীকে ৪৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। আদালতের আদেশ মেনে এ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে।”

বর্তমানে ইসিকে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল শুরুতে নিবন্ধিত হলেও পরে তা বাতিল হয়।

৩০ ডিসেম্বরের ভোটের আগে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে ৭৬টি দল আবেদন করেছিল। বাংলাদেশ কংগ্রেসহ দুটি দলের মাঠ পর্যায়ের অফিস তদন্তে নেমে নেতিবাচক প্রতিবেদন থাকায় নিবন্ধন দেয়নি ইসি।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন তখন ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেও সাড়ায় পাননি। পরে আদালতের শরণাপন্ন হলে সম্প্রতি দলটিকে নিবন্ধন দিতে আদেশ দেয় আদালত।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের পর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমকেও আদালতের আদেশে নিবন্ধন দেওয়া হয়।