শেষ ধাপে ১৬ উপজেলায় ভোট ১৮ জুন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে আগামী ১৮ জুন ১৬ উপজেলায় ভোট হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 10:56 AM
Updated : 9 May 2019, 10:56 AM

বৃহস্পতিবার এসব উপজেলায় ভোটের তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

ইসির উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ মে পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই ২৩ মে, প্রার্থিতা ত্যাহারের শেষ সময় ৩০ মে।

১৮ জুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যেসব ভোট হবে সেগুলো হল- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় ভোট হয়।