সুবীর নন্দী থাকবেন মানুষের হৃদয়ে: প্রধানমন্ত্রী

একুশে পদকজয়ী সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 05:04 AM
Updated : 7 May 2019, 05:04 AM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই জনপ্রিয় শিল্পী তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

প্রধানমন্ত্রী এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মারা যান সুবীর নন্দী। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হলে গত ১৪ এপ্রিল তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮ দিন পর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

সংগীতে অবদানের জন্য এ বছরই ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে একুশে পদক নিয়েছিলেন সুবীর নন্দী।