সুবীর নন্দী বেঁচে থাকবেন তার কাজের মধ্যে: রাষ্ট্রপতি

কণ্ঠশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 04:50 AM
Updated : 7 May 2019, 04:50 AM

এক শোক বার্তায় তিনি বলেছেন, “সুবীর নন্দীর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে চিরদিন বেঁচে থাকবেন।”

রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুবীর নন্দী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। 

৬৬ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হলে গত ১৪ এপ্রিল তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়। ১৮ দিন পর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।

প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া সুবীর নন্দী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার বাচসাচ পুরস্কার পেয়েছেন। সংগীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।

পৃথক শোক বার্তায় সুবীর নন্দীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাববী মিয়া, প্রধন হুইপ নূর-ই-আল চৌধুরী।

স্পিকার বলেন, “সুবীর নন্দী ছিলেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।