আরবে রোজা সোমবার থেকে

রমজানের চাঁদ শনিবার দেখা না যাওয়ায় সোমবার থেকে রোজা রাখা শুরু করবে আরবের মুসলিমরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 10:46 AM
Updated : 5 May 2019, 10:46 AM

সৌদি আরবের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে বলে ওই এলাকার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে, সেই সিদ্ধান্ত সোমবার জানাবে ইসলামিক ফাউন্ডেশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশন জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় রমজান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।

ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন মুসলমানরা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রোজা পালন করবেন বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে একদিন পর। সাধারণত সৌদি আরবের এক দিন পরেই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে। 

বাংলাদেশের আকাশে কোথাও সোমবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে বা ফ্যাক্সে চাঁদ দেখা কমিটিকে, অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে চাঁদ দেখার তথ্য জানানো যাবে।