সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 04:06 PM
Updated : 2 May 2019, 04:36 PM

দেশটির রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।

সাকরাতে দুর্ঘটনায় ১০ বাংলাদেশির মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ফখরুল ইসলাম।

তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, রিয়াদ থেকে একটি গাড়িতে করে ১৭ বাংলাদেশি যাওয়ার সময় সাকরা শহরের প্রবেশ পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

গাড়িতে থাকা ১০ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি বাকি সাতজনও কম-বেশি আহত হন।

আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুজন সাকরার হাসপাতালে চিকিৎসাধীন, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

লাশ ১০টি সাকরা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে বলে দূতাবাস কর্মকর্তা ফখরুল জানান।