ঘূর্ণিঝড় এলাকায় চিকিৎসকদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ফণি এগিয়ে আসায় উপকূলীয় সব জেলা ও উপজেলায় দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি ও সব ধরণের প্রশিক্ষণ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 02:47 PM
Updated : 2 May 2019, 02:47 PM

বৃহস্পতিবার বিকালে অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রাথমিক ও জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবীন চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকদের প্রস্তুত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ফনী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সভায় জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনায় জন্য একটি নির্দেশনামূলক গাইডলাইন তৈরি করেছে অধিদপ্তর, যা পরে সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে।

সেই গাইডলাইন অনুযায়ী জেলা, উপজেলা ও প্রতিষ্ঠানভিত্তিক জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে পাঁচটি, ইউনিয়ন পর্যায়ে একটি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সব মিলিয়ে বরিশাল বিভাগে ৪৯৭টি, চট্টগ্রাম বিভাগে ১০৪৮টি, খুলনা বিভাগে ৮১৭টি মেডিকেল টিম গঠন করার কথা জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।  

বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে জেলা ও উপজেলাভিত্তিক স্থানীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব কন্ট্রোল রুম সব সময় ন্যাশনাল হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখবে।

নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের হটলাইন নম্বরগুলো হল, ০১৭৬৯৯৫৪১৩৭,০১৭৫৯১১৪৪৮৮,৯৮৫৫৯৩৩।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্যোগের ঝুঁকিতে থাকা বিভাগে জরুরি চিকিৎসা সেবার জন্য সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধ মজুদ করা হয়েছে।

ঝড়ের পর যে কোনো রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানে ন্যাশনাল র‌্যাপিড রেন্সপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।