গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত

রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল এবং কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 04:33 PM
Updated : 29 April 2019, 04:33 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তান আন্ডারপাসের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ওই ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে ঢাকা মহানগর পুলিশের টাফ্রিক বিভাগের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল করিম জানান।

আহতরা হলেন ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী এবং কমিউনিটি পুলিশের সদস্য আশিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল করিম, যুগ্ম - কমিশন (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান।

রেজাউল করিম হাসপাতালে সাংবাদিকদের বলেন, “তারা তিনজনই কর্তব্যরত অবস্থায় ছিল। নজরুলের মাথার পেছনে প্রায় দেড় ইঞ্চি ক্ষত তৈরি হয়েছে।”

কারা ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি পুলিশ কর্মকর্তারা।