তুরাগ তীরের ৪৬ ভবন গুঁড়িয়ে দেওয়া হল

গাজীপুরের টঙ্গী মডেল থানার টঙ্গী রেল ব্রিজ থেকে টঙ্গী পর্যন্ত তুরাগ নদের উভয় তীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার মধ্যে তিন ডজনের বেশি বহুতল ভবন রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 03:13 PM
Updated : 25 April 2019, 03:13 PM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএর উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে নদীর দুই একর জায়গা দখল মুক্ত বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, মোট ১১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর মধ্যে একটি পাঁচতলা, তিনটি চারতলা, সাতটি তিনতলা, ১৫টি দোতালা ও ২০টি একতলা ভবন রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে ঢাকার চারপাশের নদী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন।

তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ।