অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 12:42 PM
Updated : 25 April 2019, 01:15 PM

বৃহস্পতিবার সংসদে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, পাঁচ কর্মদিবসের এই অধিবেশনে সংসদের বৈঠক শুরু হবে প্রতিদিন বিকাল ৫টা থেকে।

তবে বুধবার প্রথম দিন অধিবেশন শুরু হয়েছিল সন্ধ্যা পৌনে ৭টায়। 

এ অধিবেশনে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি বিলের নোটিস পাওয়া গেছে। এছাড়া গত অধিবেশনে অনিষ্পন্ন পাঁচটি বিলসহ মোট ছয়টি সরকারি বিল রয়েছে।

এর মধ্যে পাসের অপেক্ষায় তিনটি, কমিটিতে পরীক্ষাধীন দুটি ও উত্থাপনের অপেক্ষায় একটি সরকারি বিল রয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন, এক হাজার ৪০টি সাধারণ প্রশ্নসহ মোট এক হাজার ৮৪টি প্রশ্ন পাওয়া গেছে।

সিদ্ধান্ত প্রস্তাব পাওয়া গেছে ১০৪টি, বিশেষ অধিকার প্রশ্নের নোটিসে একটি, মনোযোগ আকর্ষণের ৮৮টি ও সংক্ষিপ্ত আলোচনার দুটি নোটিস এসেছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী অংশ নেন।