ভাড়ার মটরসাইকেলে ক্লাসে আসার পথে ব্র্যাক ছাত্রী নিহত

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2019, 11:22 AM
Updated : 25 April 2019, 11:36 AM

নিহত ফাহমিদা হক লাবণ্য (২১) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে তৃতীয় বর্ষে পড়তেন।

রাইড শেয়ারিং সার্ভিসের একটি মটরসাইকেলে চড়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে তিনি এই দুর্ঘট্নায় পড়েন বলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রী রাইড শেয়ারিং কোম্পানির মটরসাইকেলে চড়ে ক্লাসে যাচ্ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে আহত হন।

ওই বাইকের চালক গুরুতর অবস্থায় লাবণ্যকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাবণ্যর বাসা শ্যামলীর ৩ নম্বর সড়কে, তার বাবার নাম এমদাদুল হক।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। ছাত্রীটিকে হাসপাতাল রেখে মটরসাইকেলের চালকও পালিয়ে যায়।

ওসি জানে আলম বলেন, এই দুর্ঘটনায় সুমন নামে আরেকজন আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাকে পাওয়া গেলে সব কিছু জানা যাবে।