টঙ্গীতে তুরাগ তীরে এক একর জমি দখলমুক্ত

নদী রক্ষায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ  বিআইডব্লিউটিএর চলমান অভিযানে টঙ্গীতে তুরাগ পাড়ে উদ্ধার হল এক একর জায়গা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 04:12 PM
Updated : 24 April 2019, 04:12 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুরের টঙ্গী মডেল থানার টঙ্গী সড়ক ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন।

তিনি বলেন, অভিযানে এক একর জায়গা অবমুক্ত করা হয়।

এদিন ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অভিযানে একটি পাঁচতলা, একটি চারতলা, ১৭টি আধাপাকা ঘর ও ৫৫টি টিনের অবৈধ স্থাপনা ভাঙা হয়।”

এসময় একটি বালির গদি এক লাখ ৮০ হাজার টাকায় নিলাম দেওয়া হয় বলেও  জানিয়েছে বিআইডব্লিউটিএ।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফূলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন।

এরই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চালিয়ে আসছে বিআইডব্লিউটিএ।