রাষ্ট্রপতির সঙ্গে রীভা গাঙ্গুলীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 01:02 PM
Updated : 24 April 2019, 01:02 PM

সৌজন্য সাক্ষাতের জন্য বুধবার ভারতীয় দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।”

রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক উল্লেখযোগ্যভাবে দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে সম্পর্কও বাড়ছে।

বাংলাদেশকে উজ্জ্বল সম্ভাবনা উল্লেখ করে রাষ্ট্রপতি পারস্পরিক স্বার্থে এই সম্ভাবনা ব্যবহারের আহ্বান জানান।

রেলওয়ে, সড়ক ও নৌপথে সাম্প্রতিক উন্নয়নের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে এই উন্নয়ন আরও সম্প্রসারিত হবে।

ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার, যার ফলাফল জনগণ ভোগ করছে।

হর্ষ বর্ধন শ্রিংলার উত্তরসূরি হিসেবে গত মার্চে ভারতের ঢাকা মিশনের দায়িত্ব নেওয়ার সময় প্রথা অনুযায়ী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

ভারতীয় বাঙালি রীভা এর আগে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি এর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে গিয়েছিলেন।