সড়কে আইন ভঙ্গে ২৪ ঘণ্টায় জরিমানা ৩৩ লাখ টাকা

ট্রাফিক আইন অমান্য করায় ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ ৩৩ লাখ ৩২ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 11:42 AM
Updated : 24 April 2019, 11:42 AM

এসময় ৬ হাজার ৭৫৭টি মামলাও করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন,  “গত ২৪ ঘণ্টার অভিযানে জরিমানা মামলা ছাড়াও ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৮২৯টি গাড়ি রেকার করা হয়েছে। ”

হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১৬টি, হুটার (সাইরেন) ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৮০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। 

সড়কে আইন না মেনে চলার কারণে ২৫২৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা ছাড়াও ১০১টি মোটর সাইকেল আটক করে পুলিশ।

এছাড়া স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। 

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধেও ৮টি মামলা করা হয়।

সড়কে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক বিরোধী অভিযানও পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ঢাকা মহানগর থেকে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।”

তাদের কাছ থেকে ৩ হাজার ৯৮১টি ইয়াবা, এক হাজার ১৮২ পুরিয়া হেরোইন এবং ৪৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক হওয়াদের বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।