তুরাগে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত ১

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানের মধ্যে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 06:42 AM
Updated : 24 April 2019, 06:42 AM

মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে দিয়াবাড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেমের ভাষ্য।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার মো. কামরুজ্জামান বলেন, নিহতে নাম আলম ওরফে গাঁজা আলম, বয়স ৪৫। তার বাড়ি তুরাগ থানা এলাকায়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, গভীর রাতে দিয়াবাড়ি এলাকায় ‘মাদক বেচা-কেনার’ খবর পেয়ে র‌্যাবের টহল দল সেখানে যায়।

“তারা ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাকারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও তখন পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়, বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়।”

র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ আলমকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ‘বিপুল পরিমাণ’ গাঁজা, একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১ অধিনায়ক জানান।