মেডিকেল ছাত্রীর ধর্ষণের মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রিমান্ডে

ঢাকায় মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জিজ্ঞাসাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 01:56 PM
Updated : 18 April 2019, 01:56 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে এক দিন রিমান্ডের এই আদেশ দেন।

কৃষি অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র বাঁধন মাতবরের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেডিকেলের ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

ওই তরুণী মামলা করার পর বুধবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাঁধনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই সাহেরা খানম বুহস্পতিবার আসামি বাঁধনকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন।

অন্যদিকে বাঁধনের পক্ষে তার আইনজীবী নূরে আলম সরকার জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে একদিন রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডের আবেদনে বলা হয়, বাঁধন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে একাধিকবার যৌনতায় লিপ্ত হয়েছিলেন। গত ১৭ এপ্রিল ওই তরুণীকে শ্যামলীর অনুরাগ হোটেলের আশেপাশে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন।

পরে ৫০ হাজার টাকা দাবি করে তা না পেলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও বাঁধন দেন বলে শেরেবাংলা নগর থানায় করা ওই মামলায় অভিযোগ করা হয়।