স্ত্রীকে খুনের দায়ে লন্ডনে বাংলাদেশির যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 06:54 PM
Updated : 17 April 2019, 06:54 PM

ওল্ড বেথনাল গ্রিন রোডের মোহাম্মদ আনহার আলীর এই সাজার খবর বুধবার এসেছে বিবিসিতে।

তার কথা জীবনযাপনে রাজি না হওয়ায় আনহার তার স্ত্রী নাজিয়া আলীকে হত্যা করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কট্টর মুসলিম আনহার তার দুই মেয়েকে পশ্চিমা ধাঁচে বড় করার জন্য তার স্ত্রীর চেষ্টার চরমবিরোধী ছিলেন।

নাজিয়া দুই সন্তানকে নিয়ে ইস্ট লন্ডনের বো-তে আলাদা বাসায় থাকছিলেন। গত বছরের অক্টোবরে ওই বাসায় গিয়েই ছুরিকাঘাতে ও শ্বাসরোধে তাকে হত্যা করেন আনহার।

নিহত নাজিয়া আলী

দণ্ডিত আনহার আলী

৩২ বছরের আনহারকে এখন ২৬ বছর কারাভোগ করতে হবে।

বাংলাদেশ থেকে আনহার যুক্তরাজ্যে যাওয়ার কিছু দিন পরই নাজিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার কিছুদিনের মধ্যে গর্ভধারণ করেন নাজিয়া।

দুটি মেয়ে হওয়ার পর তাদের সংসারে ভাঙন ধরে। নাজিয়া এই বিয়ে টিকিয়ে রাখতে না চাওয়ার কথা জানানোর পরদিনই তাকে হত্যা করা হয়।