শবে বরাতের ছুটি ২২ এপ্রিল

তারিখ নিয়ে বিভ্রান্তি কেটে যাওয়ার পর শবে বরাতের ছুটি তারিখ পুনর্নিধারণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 04:23 PM
Updated : 17 April 2019, 04:26 PM

সরকারের নির্বাহী আদেশে শবে বরাতের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল নির্ধারণ করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৭ এপ্রিল শাবান মাসের শুরু ধরে নিয়ে ২০১৯ সালের বর্ষপঞ্জিতে ২১ এপ্রিল শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল।

কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হওয়ায় গত ৮ এপ্রিল শুরু হয়েছে শাবান মাস। সেই হিসেবে বাংলাদেশে ২১ এপ্রিল রাতে শবে পালিত হবে।

এবার চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দেওয়ার পর তা নিয়ে প্রশ্ন উঠলে একটি উপকমিটি গঠন করো হয়। ওই কমিটি পর্যালোচনা করে আগের  ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত দেয়।