১১ কেজি সোনাসহ গ্রেপ্তার দুই চীনা রিমান্ডে

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি সোনাসহ গ্রেপ্তার দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 02:59 PM
Updated : 25 March 2019, 02:59 PM

পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম সোমবার এই রিমান্ড মঞ্জুর করেন।

রোববার গ্রেপ্তার চীনা নাগরিক রুয়ান জিনফেং (৪১) ও এক্সইউ ইউয়াগাকে (৪২) সোমবার আদালতে হাজির করে পুলিশ।

বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে বিচারক দুই আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জানান।

রোববার সকাল ৯টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা রুয়ান জিনফেংকে ৪৮টি সোনার বারসহ আটক করা হয়। চার্জার লাইটের ভেতরে লুকিয়ে তিনি ওই সোনা পাচারের চেষ্টায় ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, মোট ৫ কেজি ৫৬৮ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা।

একই দিন একই ফ্লাইটে ঢাকায় নামেন এক্সইউ ইউয়াগান। তার কাছে কাছেও ৪৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৫৯০ গ্রাম। ওই সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা।